নিউ জার্মান সিনেমার অন্যতম পরিচিত মুখ ভিম ভেন্ডার্স। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তিনি ফটোগ্রাফি, লেখালেখিতেও সিদ্ধহস্ত। প্যারিস, টেক্সাস (১৯৮৪) নিয়ে স্মৃতিচারণটি তারই সুলিখিত একটি বই ‘দ্য লজিক অব ইমেজেস’ থেকে নেয়া হয়েছে। শিরোনাম ছিল ‘লাইক ফ্লাইং ব্লাইন্ড উইদাউট ইনসট্রুমেন্ট’। ভাষান্তর করেছেন ফারিয়া রহমান।গল্পটা একজন মানুষের যে কিনা হুট করেই মরুভূমিতে দৃশ্যমান হয় এবং সভ্যতায়…
