প্রামাণ্যচিত্র পরিচয়টি সাপেক্ষিক; দাঁড়িয়ে আছে কাহিনিচিত্র বর্গটির বিপরীতে, বা অন্তত স্বাতন্ত্র্যসূচক দূরত্বে। প্রামাণ্যচিত্র বনাম কাহিনিচিত্র, তাই, মোটামুটি চলচ্চিত্র ভোক্তাদের মনোজগতে বিরাজমান বিচারবোধ। এই বিচারবোধ নিয়েই অনেক কাল ধরে চলচ্চিত্র ভোক্তাকুল ছায়াছবির দিকে দৃকপাত করে আসছেন। কিন্তু গোড়াতেই আমি ভোক্তার এই আচরণ বিভ্রান্তিকর বলে রায় দিয়ে শুরু করতে চাই। চলচ্চিত্রের ভোক্তাদের নিন্দামন্দ করে শুরু করছি এভাবে…
