সাক্ষাৎকার: আসিফ করিম চৌধুরী, শিয়ান শাহরিয়ারঅং রাখাইন, একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা। তার প্রথম চলচ্চিত্র মং থেংগারি বা মাই বাইসাইকেল (২০১৫) চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র। মুক্তির পরপরই ছবিটি নিষিদ্ধ হয়ে পড়ে। যদিও সেন্সরবোর্ড থেকে এর কোনো সদুত্তর মেলেনি। সাক্ষাৎকারটি যখন নেয়া হয় তখন অং তার স্বল্পদৈর্ঘ্য ছবি দ্য লাস্ট পোস্টঅফিস নির্মাণ শেষ করেছেন…