ছবি, সাহিত্য, তথ্যচিত্র, সংগীত—সব জায়গায়ই রয়েছে সত্যজিৎ রায়ের বিচরণ। এমনকি ক্যারিয়ারের একটা সময় সায়েন্স ফিকশন সিনেমা বানানোর কথাও ভেবেছিলেন এই নির্মাতা। নাম ঠিক করেছিলেন ‘অবতার’। চিত্রনাট্য এবং চরিত্র বাছাইয়ের মতো কাজ অনেকটা এগিয়ে গেলেও শেষপর্যন্ত কাজটি করা আর হয়ে উঠেনা তার। এই ছবি প্রসঙ্গেই কলকাতার ‘আশ্চর্য!’ পত্রিকার সম্পাদক অদ্রীশ বর্ধনকে আড্ডাচ্ছলে এই দুইটি সাক্ষাৎকার দেন।…
![](https://blog.dufs.org/wp-content/plugins/trx_addons/components/lazy-load/images/placeholder.png)