Skip to content Skip to footer

থ্রো আওয়ে ইয়োর বুকস: কৈশোর ও আধুনিকতার দ্বন্দ্ব

নির্মাতা শুজি তেরাইয়ামা
চলচ্চিত্রের একটি আন্দোলন দৃশ্য

নিউ ওয়েভ চলচ্চিত্রে সাধারণত দর্শকদের আদর্শিকভাবে প্রভাবিত করার যে প্রবণতা দেখা যায় তেরাইয়ামা তাকে বর্জন করে সাবজেক্টিভিস্ট দৃষ্টিকোণ থেকে গল্প বলার চেষ্টা করেছেন।

রেস্তোরাঁয় কবিতা পাঠের দৃশ্য
স্বপ্নে মানব উড়োজাহাজের রূপ নিয়ে উড়ে যাচ্ছে মূল চরিত্র এইমেই

কৈশোরের সামাজিক বিচ্ছিন্নতাবোধ হলিউডের চলচ্চিত্রেও বেশ প্রচলিত একটি থিম। সাধারণভাবে এর কারণ হিসেবে দায়ী করা হয় উঠতি বয়স কিংবা দুই ভিন্ন প্রজন্মের মধ্যকার বোঝাপড়ার অভাবকে। অথচ এই চলচ্চিত্রে তেরাইয়ামা খুব সূক্ষ্মভাবে দেখিয়েছেন কিভাবে পারিপার্শ্বিক রাজনৈতিক ও আর্থ-সামাজিক প্রেক্ষাপট থেকে এইধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব জন্ম নেয়।

চলচ্চিত্রটির একটি ফ্যানমেইড পোস্টার

Leave a comment